| CARVIEW |
Select Language
HTTP/1.1 200 OK
Date: Tue, 30 Dec 2025 10:22:50 GMT
Server: Apache
Cache-Control: no-cache, private
Set-Cookie: XSRF-TOKEN=eyJpdiI6Ilh0RUtSUFZYcnJ0SEF0QW5tSG5zWkE9PSIsInZhbHVlIjoicmhXazFzY1JEb1BNVHV2UXZsVjdtemZWNzN4Tm9OeWNLRDl0Vk9QWjYzWFpmN0NmSVNBWmlscXBFenpVbURTV1h3V1lkeUFXWDgwOXh3ZFhmZkxWMDh2VXEwRk5zdFJwSGVFWEoyMkUwanFiZHU4U1prWDR1TVRLY0JiTk5BMTMiLCJtYWMiOiI2Yjk5ZDk1M2NlNjk5OTRlNDY3N2IzYWZjZGE3YmM3ZjUxNzg5YjE1ODliNWZmNDEzOTdjMDM5OGQ0YzQ3NDg3IiwidGFnIjoiIn0%3D; expires=Tue, 30 Dec 2025 12:22:50 GMT; Max-Age=7200; path=/; samesite=lax
Set-Cookie: ru_convocation_session=eyJpdiI6Im13OGN1blBFMlpsaGNzckpGRnRpeWc9PSIsInZhbHVlIjoibFVhVnQrRURMajhYbFpPZVIvWTV3NU9zakN6TTNwLzBpZVRiNE9yVmgva01Pa1JERUJyT3MxQUdtcGNSV3hCSWdhNnBtbjJ4NVpQdDFpVEVnWGdpaUQyb3dDWVNVdjNISnhnNWtxeStlR1pnN3p2T3lIbjczRzMvNnVISmJhK2IiLCJtYWMiOiIyYjEyNjkzM2ZiODIyOGExMGQ4YWYwODlhYjYxZGE2MTVjZjBlYjMzY2U5ZTA1NDg2NzI4NzNkYzlmYjRmODk5IiwidGFnIjoiIn0%3D; expires=Tue, 30 Dec 2025 12:22:50 GMT; Max-Age=7200; path=/; httponly; samesite=lax
Vary: Accept-Encoding
Content-Encoding: gzip
Content-Length: 11831
Content-Type: text/html; charset=UTF-8
RU Convocation
12th Convocation
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ই ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে ।
দ্বাদশ সমাবর্তনে নিবন্ধিত গ্রাজুয়েটদের জ্ঞাতব্য
- সমাবর্তন সামগ্রী বিতরণ
- দ্বাদশ সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধিত গ্রাজুয়েটগণকে সমাবর্তন আইডি কার্ড ও আমন্ত্রণপত্র, একটি করে সমাবর্তন ব্যাগ, গাউন ও ক্যাপ, সমাবর্তন স্মারকপত্র, টেলিফোন নির্দেশিকা, ব্রেকফাস্ট কুপন ও লাঞ্চ কুপন সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রদান করা হবে ।
- ১৬.১২.২০২৫ তারিখ বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ১৭.১২.২০২৫ তারিখ সকাল ৭:৩০ মিনিট থেকে সকাল ৮:৩০ মিনিট পর্যন্ত সমাবর্তন সামগ্রী বিতরণ করা হবে ।
- এমফিল, পিএইচডি, এমডি, এমবিবিএস, বিডিএস ও ইনস্টিটিউটের ডিগ্রিপ্রাপ্ত গ্রাজুয়েটগণ এসব সামগ্রী উল্লিখিত সময়ে সিনেট ভবন থেকে গ্রহণ করবেন ।
- গ্রাজুয়েটদেরকে সমাবর্তনের গাউন ও ক্যাপসহ কোনো সামগ্রী ফেরৎ দিতে হবে না ।
- প্রবেশ ও আসন গ্রহণ
- নিবন্ধিত গ্রাজুয়েটগণকে ১৭ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৯টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সমাবর্তনস্থলে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে ।
- সমাবর্তনস্থলে প্রবেশের সময় সমাবর্তন আইডি কার্ড সাথে রাখতে হবে ।
- নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সমাবেশস্থলের প্রবেশ পথে মেটাল ডিটেকটরসহ আর্চওয়ের ব্যবস্থা থাকবে । এ ব্যাপারে গ্রাজুয়েটগণকে সহযোগিতা জন্য অনুরোধ করা হচ্ছে ।
- সমাবর্তন চলাকালে উপস্থিত গ্রাজুয়েটদের মোবাইল সাইলেন্ট মোড অথবা বন্ধ রাখতে হবে ।
- সমাবর্তনের সময় সমাবর্তনস্থলে শুধুমাত্র নিবন্ধনকৃত গ্রাজুয়েটগণ প্রবেশ করতে পারবেন। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় গ্রাজুয়েটবৃন্দের পরিবারের সদস্যরাও প্রবেশ করার সুযোগ পাবেন ।
- গেইট ব্যবহার ও পার্কিং
- সমাবর্তনস্থল বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের পশ্চিম গেট শুধুমাত্র ভিআইপি ও আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের প্রবেশের জন্য সংরক্ষিত থাকবে ।
- নিবন্ধিত গ্রাজুয়েটদের স্টেডিয়ামের পূর্ব, উত্তর ও দক্ষিণের গেট ব্যবহারের অনুরোধ করা হলো ।
- গাড়ি/কার পার্কিংয়ের জন্য জুবেরী ভবনের মাঠ ও শহীদ হবিবুর রহমান হলের মাঠ ব্যবহার করা যাবে ।
- খাবার ও সুযোগ-সুবিধা
- সকালের নাস্তা কাউন্টারসমূহে সকাল ৭টা থেকে ও লাঞ্চ দুপুর ১২:৩০ মিনিট থেকে সরবরাহ করা হবে এবং এসবের কাউন্টারভিত্তিক বিস্তারিত বিন্যাস পরে জানানো হবে ।
- নিবন্ধনকৃত গ্রাজুয়েটগণ ১ম বিজ্ঞান ভবন, ২য় বিজ্ঞান ভবন ও স্টেডিয়ামের ভিতরের ওয়াশরুমসমূহ ব্যবহার করতে পারবেন । স্টেডিয়ামের ভেতরে পূর্বপাশে ভ্রাম্যমান ওয়াসরুমের ব্যবস্থাও থাকবে ।
- নারী গ্রাজুয়েটগণের জন্য টিএসসিসি (TSCC) সংরক্ষিত থাকবে । সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে সহযোগিতার জন্য অনুরোধ করা হলো ।
- টিএসসিসির সামনে নিবন্ধিত গ্রাজুয়েটদের সাথে আগত বাচ্চাদের জন্য ফ্যামিলি জোন ও কিডস কর্ণার থাকবে ।
- গ্রাজুয়েটবৃন্দ চাইলে তাদের সঙ্গে আনা ব্যাগসমূহ সমাবর্তনের বাইরে হেল্পডেস্কে টোকেন গ্রহণ করে রাখতে পারবেন ।
- হেল্পডেস্ক ও চিকিৎসা সেবা
- সমাবর্তনে আগত গ্রাজুয়েটদের জন্য স্টেডিয়ামের ভিতরে (উত্তর-পূর্ব কোণে) ১টি এবং বাইরে (টিএসসিসি বটতলার পূর্ব পাশে) ১টি হেল্পডেস্ক থাকবে । এই হেল্পডেস্ক দুটি একইসাথে 'লস্ট এন্ড ফাউন্ড' সেবা প্রদান করবে ।
- জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন হলে সমাবর্তনস্থলের পাশে স্টেডিয়ামের ভেতরে দক্ষিণ-পূর্ব কোণে সংশ্লিষ্ট ডেস্কে যোগাযোগ করতে হবে ।
- চিকিৎসার জন্য প্রয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারেও যোগাযোগ করা যাবে এবং সমাবেশস্থলের বাইরে পূর্বপাশে দুটো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে ।
- যোগাযোগ ও আপডেট
- নিবন্ধিত গ্রাজুয়েটদের এসএমএস/টেক্সট মেসেজের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা জানানো হচ্ছে ।
- এছাড়া সমাবর্তন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ফেসবুকে University of Rajshahi পেইজে (লিঙ্ক: https://www.facebook.com/rajshahi.university.ac.bd/ ) প্রকাশ করা হচ্ছে ।
দ্বাদশ সমাবর্তনে যারা অংশগ্রহণ করতে পারবেনঃ
- ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনকারীগণ ।
- ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রী অর্জনকারীগণ ।
- ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীগণ ।
- উল্লেখ্য, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনকারীগণ এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীগণ, স্নাতক/স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর যেকোন একটির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যঃ
- ১০ অক্টোবর ২০২৪ হতে ২৪ অক্টোবর ২০২৪ তারিখ রাত ১২টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ওয়েবসাইট convocation.ru.ac.bd এর মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফি প্রদান সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন ফি ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা (মূল সনদ, সমাবর্তন গাউন, টুপি ও স্যাষে এবং আনুষঙ্গিক ফি বাবদ)। উল্লেখ্য, সমাবর্তন কস্টিউম ফেরত দিতে হবে না।
- রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি উক্ত ওয়েবসাইট হতে মোবাইল ব্যাংকিং(রকেট) এর মাধ্যমে প্রদান করতে হবে।
- ফি প্রদানের Transaction ID (TrxID) টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।
- ছবি অবশ্যই সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন (৩০০×৪০০ পিক্সেল) হতে হবে।
- ফরমটি যথাযথভাবে পূরন করার পর প্রাপ্ত PDF টির রঙ্গিন প্রিন্ট নিতে হবে।
- সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের সময় অবশ্যই সাময়িক সনদপত্র (উত্তোলন করে থাকলে) এবং রেজিস্ট্রেশন ফরমের রঙ্গিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। সাময়িক সনদপত্র (উত্তোলন করে থাকলে) জমা সাপেক্ষে মূল সনদপত্র প্রদান করা হবে।
- উল্লেখ্য, প্রদত্ত ছবি, ইমেইল এবং মোবাইল নম্বর কনভোকেশন সুভ্যেনির এ প্রকাশিত হবে ।
Helpline
- E-mail: ru_convocation@ru.ac.bd