ধ্বংস বিমান, নিহত অজিত, বিজেপির সঙ্গ ছাড়ার ইঙ্গিতের পরই দুর্ঘটনা, মারাঠা ‘পাওয়ার’ পলিটিক্সে মোড়
সময়ের প্রতীক ‘ঘড়ি’। সুসময়ের, দুঃসময়েরও। ‘সুসময়ে’ কাকা শারদ পাওয়ারের কাছ থেকে এনসিপির রাশ ও দলীয় প্রতীক ‘ঘড়ি’ ছিনিয়ে নিয়েছিলেন তিনি। ‘দুঃসময়ে’ তাঁর দগ্ধ দেহ শনাক্ত করতে হল হাতঘড়ি দেখেই! তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।


